
ছবি: টঙ্গীতে সংসদের জামায়াত প্রার্থী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন আলী বলেছেন, "জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। বিচার না করে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে।"
শুক্রবার গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ৫৪ নম্বর ওয়ার্ডে 'জুলাই-আগস্ট শহীদ স্মরণে' আয়োজিত এতিম, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের আগে অবিলম্বে রাজনৈতিক সংস্কার এবং জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এটিই এখন সময়ের দাবি।"
উল্লেখ্য, মোহাম্মদ হোসেন আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, গাজীপুর মহানগরীর নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন পরিচিত শ্রমিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে যুক্ত। সম্প্রতি তাঁকে গাজীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
আসিফ