
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “একসময় যারা ছিল জনতার আরাধ্য, তাদের পেছনে ঢেউ উঠত—আজ তারা পালিয়ে বেড়াচ্ছে। এ কারণেই তাদের পরিবারের ওপর দুর্যোগ নেমে এসেছে, আল্লাহর গজব নেমেছে।”
শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “রাজনীতির অনুপ্রবেশের ফলে দেশের ক্রীড়াঙ্গনে দুর্ভিক্ষ নেমে এসেছে। যারা বর্তমানে সক্রিয় খেলোয়াড়, তাদের রাজনীতি থেকে দূরে রাখা হয়। অথচ দুইজন খেলোয়াড়—সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাকে জাতীয় দলে খেলার সময় বিনা ভোটে সংসদ সদস্য বানানো হয়। এতে তাদের খেলার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনীতিতেও কোনো অবদান রাখতে পারেননি।”
হাফিজ উদ্দিন আরও বলেন, “আওয়ামী লীগ কিভাবে একটি ভালো জিনিসকে নষ্ট করে তা প্রমাণ হয়েছে সাকিব ও মাশরাফির উদাহরণেই। খেলাধুলা এক ভিন্ন জগৎ, সেখানে রাজনৈতিক কূটচাল চলে না।”
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি এ দেশের ক্রীড়াঙ্গনে অনেক বছর খেলেছি। ফিফা বিশ্বকাপে অফিশিয়েট করেছি। বিদেশে যাদের খেলা দেখে মুগ্ধ হতাম, যেমন পেলে-ম্যারাডোনা, তাদের সঙ্গে আলাপ করে দেখেছি—তাদের মন-মানসিকতায় রাজনীতি নেই। খেলাধুলাই তাদের জীবন।”
তিনি বলেন, “এই দেশের খেলাধুলাকে স্বৈরাচাররা ধ্বংস করেছে। আমি পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলাম। ১৯৭০ সালে পাকিস্তান-ইরান ম্যাচে আমরা তিনজন বাঙালি খেলেছিলাম, আমি ছিলাম অধিনায়ক। পরে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আহত হই। যুদ্ধশেষে ঢাকা লীগে দুই ম্যাচে চার গোল দেওয়ার পরও আমাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। কারণ, আমার বাবা শেখ মুজিবের বিরুদ্ধে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছিলেন।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ এরকম অনেক অন্যায় করেছে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “বর্তমানে আমাদের একটাই দাবি—ফেব্রুয়ারির মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হোক। জনগণ যেন প্রকৃত গণতন্ত্র উপভোগ করতে পারে।”
Mily