ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দিনাজপুর-৪ আসনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান

মো. লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর)।।

প্রকাশিত: ১৯:১০, ২ জুলাই ২০২৫; আপডেট: ১৯:১০, ২ জুলাই ২০২৫

দিনাজপুর-৪ আসনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী এলাকার সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দিনাজপুর জেলা, খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, বিএনপি নেতা আজিজার রহমান শাহ্, এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণ ৫ আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছে। এখন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “দিনাজপুর-৪ আসনে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের আহ্বানেই আমি মনোনয়নপ্রত্যাশী হয়েছি। ধানের শীষকে বিজয়ী করতে সক্রিয়ভাবে কাজ করছি।”

এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নুসরাত

×