ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আরাকানে করিডোর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

প্রকাশিত: ০১:০১, ২৯ এপ্রিল ২০২৫

আরাকানে করিডোর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ থেকে ‘মানবিক করিডর’ দেওয়ার বিষয়ে সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আরাকানে করিডোর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।"

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজারে এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আজকে একটা খবর দেখে চিন্তিত হলাম। উপদেষ্টা তৌহিদ সাহেব বলছেন, মিয়ানমারের আরাকানে মানবিক একটা প্যাসেজ দিচ্ছি। অনেক কঠিন কথা, আপনাদের বোঝানো মুশকিল হচ্ছে আমার। অর্থাৎ ওখানে (আরাকানে) যাওয়া যায় না, এখন বাংলাদেশের চট্টগ্রাম দিয়ে যাওয়া যাবে এবং যোগাযোগ করা যাবে। সেই যোগাযোগের জন্য ওখানে মানবিক প্যাসেজ তৈরি করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “যেমন গাজায় সহায়তা পাঠানোর জন্য বিভিন্ন দেশ থেকে মানবিক প্যাসেজ তৈরি করা হয়েছে। মানবিকতা থাকা দরকার, ভালো কথা। কিন্তু আজ বাংলাদেশকে এমন একটি জায়গায় পৌঁছাতে হলো যে, মানবিক প্যাসেজ দিতে হচ্ছে। এটা একটি বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা জড়িত।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। অথচ তারা কোনো আলোচনা না করে এককভাবে মানবিক প্যাসেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নেই। জাতিসংঘ যদি উদ্যোগ নেয়, তাতেও আপত্তি নেই। তবে এমন সিদ্ধান্ত হতে হবে দেশের সব মানুষের সম্মতিক্রমে।”

সূত্রঃ https://youtu.be/gj0gSoYt6fY?si=_m1Ohs3Dfigv1r-V

ইমরান

×