ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বিএনপি-হেফাজত নেতাকর্মীদের আইনি সহায়তা দেয়ায় আমাকে জঙ্গি বানানো হয়েছিল

প্রকাশিত: ১১:৫৯, ৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:৫৯, ৮ ডিসেম্বর ২০২৪

বিএনপি-হেফাজত নেতাকর্মীদের আইনি সহায়তা দেয়ায় আমাকে জঙ্গি বানানো হয়েছিল

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়ে ১০ মাস কারাগারে ছিলেন। তিনি অভিযোগ করেন, তাকে 'জঙ্গি' তকমা দিয়ে নানাভাবে নির্যাতন করা হয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, 'আমার অপরাধ ছিল বিএনপি নেতাকর্মীদের ফ্রিতে আইনি সহায়তা দেওয়া এবং হেফাজতে ইসলামকে সহায়তা করা। এছাড়া শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ট্রাইব্যুনালে যাওয়া নিয়েও আমাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।'

কারাগারের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, '৫৬ জন নারীর সঙ্গে একটি টয়লেট ব্যবহার করতে হতো এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হতো। এক রাতে পাশের এক নারীর প্রস্রাবে ভিজে যাওয়া, থুতু ও টয়লেট মিশ্রিত লাল রঙের দূষিত পানি দিয়ে গোসল করা— এসব সহ্য করতে হয়েছে।'

তিনি আক্ষেপ করে বলেন, 'দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি। কিন্তু তার জন্য আমাকে এইভাবে অসম্মানিত হতে হবে, এটা মেনে নিতে পারছি না। আমার সাজানো সংসার তছনছ হয়েছে।'

সাকিলা ফারজানা মনে করেন, সুশৃঙ্খল দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশের ছাত্রসমাজের প্রতি বিএনপির নেতৃত্বের ওপর আস্থা রাখার আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন, দলের নেতৃত্ব দেশের জন্য ভালো কিছু উপহার দেবে।

মেহেদী কাউসার

আরো পড়ুন  

×