ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বঙ্গবন্ধুর নাম যারা মুছে ফেলতে চায়, তারা আহাম্মক

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৫৫, ৮ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর নাম যারা মুছে ফেলতে চায়, তারা আহাম্মক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, এমনটা যারা ভাবেন, তারা আহাম্মকের স্বর্গে আছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে তার নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগ উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মওলানা ভাসানীর। আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না।

তিনি বলেন, কেউ যদি মনে করেন বাংলাদেশের স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তারা আহাম্মকের স্বর্গে আছেন। কারণ স্বাধীনতা থাকলে আমরা থাকবো।

ভারতের সমালোচনা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভারত যেটা করছে সেটা ভালো না। আমেরিকা কবে জানি বলছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিবে, তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় কিঞ্জার পারে নাই। আমরা বিজয় অর্জন করেছি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামায়াত কিন্তু বেবি-টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদার রেট হয়তো বাড়িয়ে দিছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয়। কিন্তু জামায়াত নেয়নি।

শহীদ

×