ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

সমাবেশে মামুনুল হক

‘শেখ হাসিনা চিন্ময়কে কত টাকা দিয়েছে রিমান্ডে নিলে জানা যাবে’

প্রকাশিত: ২০:৪০, ২৯ নভেম্বর ২০২৪

‘শেখ হাসিনা চিন্ময়কে কত টাকা দিয়েছে রিমান্ডে নিলে জানা যাবে’

মামুনুল হক। ফাইল ফটো

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক বলেছেন, চিন্ময় দাশকে ভালোভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশবিরোধী তথ্যগুলো আপনারা উদঘাটন করুন। শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার বাহিনীকে দেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সে তথ্য উদঘাটন করুন। ভারত তাকে (চিন্ময়) কী মন্ত্র দিয়ে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদঘাটন করে বাংলাদেশবিরোধী অপশক্তির সকল তথ্য উন্মোচন করুন।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ ও সমাবেশ করেন হেফাজত অনুসারীরা। সেখানে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন মামুনুল হক।

তিনি বলেন, হেফাজতে ইসলাম আহ্বান জানাচ্ছে, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে যে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা। এটাই হচ্ছে -বাংলাদেশবিরোধী শক্তির ষড়যন্ত্র। কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা পা দেব না।

‘আমরা কোনোভাই সহিংস কোনো কর্মসূচি পালন করব না। শান্তিপূর্ণভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। শান্তি হবে আমাদের হাতিয়ার, ধৈর্য হবে আমাদের সৌন্দর্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব।’

বিক্ষোভ-সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, এটা স্পষ্ট যে চিন্ময় কৃষ্ণ দাশ ভিনদেশি গুপ্তচর হিসেবে দায়িত্ব পালন করছিল। সে তার প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে- বাংলাদেশের ভেতরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালিয়েছে’।

‘দিনের পর দিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে ভারত ও আওয়ামী লীগ ইসকন তৈরি করেছে। এই ইসকনকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ ও ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে যে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আমরা রক্ত দেব, জীবন দেব, লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব।’

ইসকনকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর বিক্ষোভ হয়েছে। বায়তুল মোকাররমের গেইটে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সভাপতিত্ব করেন। সংগঠনটির কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।


 

এসআর

×

শীর্ষ সংবাদ:

রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে