ম ম সিদ্দিক মিঞা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগের মামলায় ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাকে (৫৫) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে আলগী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ম ম সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে ম ম সিদ্দিক মিঞার নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজু