ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

মঈন-ফখরুদ্দিনের মতো ক্ষমতা  কুক্ষিগত করবেন না: ফারুক

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত: ১৭:৩৮, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:৩৯, ৮ নভেম্বর ২০২৪

মঈন-ফখরুদ্দিনের মতো ক্ষমতা  কুক্ষিগত করবেন না: ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় সাবেক চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিনের মতো ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবেন না।


তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় ডাকাত-জালিমরা তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদের জেলে দিয়ে নির্যাতন করছে। এমন কিছু দেখলে বিএনপির অগনিত নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

 


বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গণজমায়েত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, মঈন-ফখরুদ্দিন মাইনাস টু ফর্মুলার পরিবর্তে মাইনাস ওয়ান ফর্মুলা করে খালেদা জিয়াকে বাদ দিতে চেয়েছিলেন। যদি এবারও তেমন কিছু হয় তার জন্য কঠিন পরিণতি বরণ করতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা নিতে হবে।
পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।

 

তাবিব

×