ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও লাল পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:২৯, ৭ নভেম্বর ২০২৪

বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও লাল পতাকা মিছিল

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে আজ ৭ নভেম্বর ২০২৪ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

এ উপলক্ষে আগামীকাল ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার বেলা ৩:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। 

সমাবেশে পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বাসদ এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে আগামীকালের সমাবেশ ও লাল পতাকা মিছিলের কর্মসূচি সফল করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী-দরদীসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

এসআর

×