ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

পদত্যাগ করলেন বশেফমুবিপ্রবির ভিসি কামরুল আলম খান

নিজস্ব সংবাদদাতা, জামালপুর 

প্রকাশিত: ১০:৩৮, ১২ আগস্ট ২০২৪

পদত্যাগ করলেন বশেফমুবিপ্রবির ভিসি কামরুল আলম খান

অধ্যাপক ড. মো কামরুল আলম খান। ফাইল ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়েই পদত্যাগ করেছেন জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো কামরুল আলম খান। 

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উল্লেখ করেন, ‘আমাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল। সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। 

বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম। উপাচার্যের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘উপাচার্য পদত্যাগ করলেও এখন পর্যন্ত রেজিস্ট্রার পদত্যাগ করেননি। 

এ বিষয়ে উপাচার্যের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী।

 এসআর

আরো পড়ুন  

×