মাহী বি. চৌধুরী
অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বঙ্গভবনের প্রধান ফটকে মাহী বি. চৌধুরীর গাড়ি দেখেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা।
সরেজমিনে দেখা যায়, গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের বাইরের গেটে আসেন তিনি। গাড়িতে মাহী বি. চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো জনগণ। তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। এ সময় গাড়ির ভেতর থেকে মাহী বি. চৌধুরীকে হাতজোড় করে মাফ চাইতে দেখা যায়।
তবে বিকল্পধারার মহাসচিব মেজর অব. আবদুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মাহী বি. চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। একসময় মাহী বিএনপির এমপি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু মনোনয়ন বাতিল হয়।
বারাত