ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

তিন বিভাগে এবার ১২ দলীয় জোটের সমাবেশ

প্রকাশিত: ১৮:৩৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩

তিন বিভাগে এবার ১২ দলীয় জোটের সমাবেশ

সমাবেশর ঘোষণা করছে ১২ দলীয় জোট।

তিন বিভাগে সমাবেশ করবে ১২ দলীয় জোট। চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে তাদের এই সমাবেশ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এহসান হুদা বলেন, শনিবার ৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক-সংলগ্ন রাস্তায় ১২ দলীয় জোটের উদ্যোগে ঢাকায় বিক্ষোভ সভা হবে। এতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।


সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ তিন বিভাগে সমাবেশ করবে তারা।

এমএম