ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিএনপির এখনো শিক্ষা হয়নি, আগামী নির্বাচনে হবে

প্রকাশিত: ১৭:৩৫, ২৯ জানুয়ারি ২০২৩

বিএনপির এখনো শিক্ষা হয়নি, আগামী নির্বাচনে হবে

রাজশাহীর জনসভায় ওবায়দুল কাদের। 

বিএনপির এখনো শিক্ষা হয়নি, আগামী নির্বাচনে হারের মুখ দর্শন করার পর তাদের শিক্ষা হবে বলে মন্তব্য করেছেন দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায়  এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। তৈরি হয়ে যান। বিএনপির এখনো শিক্ষা হয়নি। আগামী নির্বাচনে হারের মুখ দর্শন করার পর তাদের শিক্ষা হবে। 

তিনি বলেন, ফখরুল সাহেব বলেন আমরা না কি পালানোর সুযোগ পাবো না। আমরা পালাবো না। পালিয়ে তো বেড়ান আপনারা। আপনাদের দলের নেতা পালিয়ে আছেন। আমরা পালাবো না। প্রয়োজনে ফখরুলের বাড়িতে উঠবো, টুকুর বাড়িতে উঠবো।

তিনি আরও বলেন, বিএনপি লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকারে পতন বলে। ৩০ ডিসেম্বর সরকার চলে যায়। ১১ জানুয়ারি সরকার নেই। বিএনপি এখন পদযাত্রা করছে। পদযাত্রা মানে শেষ যাত্রা, মরণ যাত্রা।

কাদের বলেন, সরকারের উন্নয়নের জ্বালায় মির্জা ফখরুল ও বিএনপি পুড়ে মরছে। পদ্মা সেতুর জ্বালা শেষ হতে না হতেই মেট্রোরেলের জ্বালা শুরু হয়েছে। এরপর আবার বঙ্গবন্ধু ট্যানেলের জ্বালা। যেদিকে তাকাই সেদিকেই জ্বালা।
 

 

এমএম 

সম্পর্কিত বিষয়:

×