ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

কারাগারে থেকেই মাস্টার্স পরীক্ষায় বসছেন রিজভী

প্রকাশিত: ২০:০৯, ৪ জানুয়ারি ২০২৩; আপডেট: ২০:০৯, ৪ জানুয়ারি ২০২৩

কারাগারে থেকেই মাস্টার্স পরীক্ষায় বসছেন রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি।

কারাগারে থেকেই আইনে মাস্টার্স পরীক্ষায় বসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার (৪ জানুয়ারি) কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এলএলএম (মাস্টার্স) পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। রিজভী প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার মামলায় রিজভীর আইনজীবী কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

রিজভীর আইনজীবীরা জানান, রুহুল কবির রিজভী আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ে এলএলএম পড়ছেন।
 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×