ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আজ বিক্ষোভ সমাবেশ

নয়াপল্টনে ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৫, ১০ আগস্ট ২০২২

নয়াপল্টনে ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির

নয়াপল্টনে ব্যাপক শোডাউন

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশএ কর্মসূচীকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটিবেলা ২টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের উর্ধগতি ও  সরকারের দমনপীড়নের প্রতিবাদে’  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ সমাবেশ আয়োজন করছেএকই দাবিতে আগামীকাল শুক্রবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান বুধবার সাংবাদিকদের জানান, পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটবেসেভাবে আমরা সব প্রস্তুতি নিয়েছিঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেভাবে এই সমাবেশে আসবে তাতে দুপুরের মধ্যেই এই এলাকা জনসমুদ্রে পরিণত হবেতবেআমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণঐতিহাসিক এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে বার্তা দেব- অবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম সাংবাদিকদের জানান, ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে দলের সর্বস্তরের নেতকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেবেআমরা ধারণা করছি, ঢাকাবাসী যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন তারাও এই সমাবেশে আসবেনআমার সভাপতিত্বে এই সমাবেশে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমাবেশ সফল করতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা এদিকে বিএনপির আজকের বিক্ষোভ সমাবেশ সফল করতে সোমবার দলের ভার্চুয়াল স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরতিনি জানান, বৃহস্পতিবারের সমাবেশ সফল করার জন্য সর্বাত্মক প্রয়াস গ্রহণের সিদ্ধান্ত  হয়

এ ছাড়া স্থায়ী কমিটির সভায় ১৩ আগস্ট শনিবার বিদ্যুত বিষয়ে একটি প্রেস কনফারেন্স, ১৭ আগস্ট নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে  এবং ১৯ আগস্ট জ¦ালানি বিষয়ে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়স্থায়ী কমিটির সভায় আরও সিদ্ধান্ত হয় ২২ আগস্ট হতে মহানগর, জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রাখার

সরকার রিজার্ভের ভুল তথ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে- রিজভী সরকার রিজার্ভের ভুল তথ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীবুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে  বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভা-ার এখন প্রায় শূন্যতবে গদি টিকিয়ে রাখার জন্য রিজার্ভসহ সবকিছু নিয়ে লুকোচুরি খেলছে

রিজভী বলেন, ২৭ জুলাই প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ছয় থেকে নয় মাসের জন্য খাবার আমদানি করতে পারবতার একদিন পর ২৮ জুলাই তিনি বললেন, তিন মাসের রিজার্ভই যথেষ্টআর জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের তহবিল খালি হয়ে যাচ্ছে

পরিকল্পনামন্ত্রী বলেছেন, আমরা এখন একটু অসুবিধায় আছিটাকার ঘাটতি পড়ে গেছেবাংলাদেশ ব্যাংক গবর্নর বলেছেন, অবশ্যই দেশের অর্থনীতি চাপে আছেবিদগ্ধ অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভও এখন অবশিষ্ট নেইতাদের বক্তব্যই প্রমাণ করে পরিস্থিতি অতি ভয়াবহ

×