ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে মেয়র ও ৫ কাউন্সিলরের ফল স্থগিত

প্রকাশিত: ২৩:০২, ৩১ ডিসেম্বর ২০১৫

সৈয়দপুরে মেয়র ও ৫ কাউন্সিলরের ফল স্থগিত

স্টাফ রির্পোটার,নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র, ৩টি সাধারণ ও ২টি সংরক্ষিত নারী কাউন্সিলরের বেসরকারি ফল স্থগিত রাখা হয়েছে। সৈয়দপুরে ৪টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৮ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী এগিয়ে রয়েছে। বুধবার নির্বাচন শেষে ভোট গননার পর গভীর রাতে এই ঘোষণা দেন সংশি¬ষ্ট এলাকার রির্টানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন।এই পৌরসভায় ৩২ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ২৮টি ভোট কেন্দ্রের ফলে বিএনপির ধানের শীষ প্রতীকের আমজাদ হোসেন সরকার ভজে ২৫ হাজার ৮২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন ভোট পেয়েছেন ১৯ হাজার ৯৫৯। এদিকে স্থগিত ৪টি ভোট কেন্দ্রের মোট ভোট সংখ্যা ১০ হাজার ৪১৮।
×