
গত তিনদিন ধরে প্রায় সারাদেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর মধ্যে ৬২টি জেলা অন্যতম, যার মধ্যে রয়েছে রাজধানীও। সর্বোচ্চ তাপমাত্রা গত শুক্রবার উঠেছিল চুয়াডাঙ্গায়-৪২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সেদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এপ্রিলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছে, দিনের বেলায় দীর্ঘ সময় মেঘমুক্ত আকাশ ও সূর্যের কিরণ, বাতাসের কম গতিবেগ উপমহাদেশের উষ্ণ তাপপ্রবাহ এবং পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতিতে বেড়েছে তীব্র গরম। বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম। তাপ কমার জন্য অন্তত সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ঝড় বৃষ্টি নামার কোন নিশ্চিত পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া বিভাগ। উষ্ণতম এপ্রিলে অপেক্ষাকৃত কম গরম থাকার পর প্রত্যাশা ছিল যে মে মাস থাকবে সে রকমই। কিন্তু সপ্তাহ অতিক্রম করতে তাপপ্রবাহ ছড়িয়েছে প্রায় সারাদেশে। তদুপরি দিন দিন এর পরিধি বাড়ছে।
গত বছরের চৈত্র মাস থেকে সারাদেশে বইতে শুরু করেছে মৃদু তাপপ্রবাহ। আবহওয়াবিদরা বলছেন, এবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
একদিকে অসহনীয় ভ্যাপসা গরম, অন্যদিকে দফায় দফায় যখন তখন লোডশেডিং প্রতিনিয়ত অতিষ্ঠ ও অসুস্থ করে তুলছে জনজীবনকে। খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট ও লোডশেডিং কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে রাজধানীবাসীর হাঁসফাঁস অবস্থা। গ্রামগঞ্জের দুরবস্থাও সহজেই অনুমেয়। বর্তমানে মধ্যরাতেও উপদ্রব বেড়ে যায় লোডশেডিংয়ের। কেননা তখন বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়। অথচ উৎপাদন কম হয়। বর্তমানে উৎপাদন সম্ভব হচ্ছে ১২ থেকে সর্বোচ্চ ১৪ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ সংকট নিরসনে আরও অন্তত কিছু দিন লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকার এ বিষয়ে ত্বরিত পদক্ষেপ নেবে বলেই প্রত্যাশা। কেননা ইতোমধ্যে ব্যাহত হয়েছে কলকারখানার উৎপাদনও।
তীব্র তাপপ্রবাহ জনজীবনে যেমন হাঁসফাঁস অবস্থা ঢাকাসহ অনেক স্থানে বিরাজ করছে বিশুদ্ধ পানীয় জলের সংকট। তীব্র খরায় একদিকে যেমন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, অন্যদিকে নদ-নদী ও খাল-বিল শুকিয়ে প্রায় চৌচির। ফলে বেড়েছে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, সর্দি কাশি জ্বর পেটের পীড়াসহ গ্রীষ্মকালীন রোগব্যাধি। এমতাবস্থায় সর্বস্তরের মানুষের নির্মেঘ আকাশের দিকে অসহায় তাকিয়ে থাকা ছাড়া গত্যন্তর নেই।
প্যানেল