ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়ায় ১.৫ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, মিরপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ১২:০৪, ১২ মে ২০২৫

কুষ্টিয়ায় ১.৫ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ছবি : জনকণ্ঠ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার (১১ মে) সন্ধ্যায় ‘জাটকা সংরক্ষণ অভিযান-২০২৫’ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। অভিযানে তাকে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং মিরপুর থানা পুলিশের একটি দল।

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায় কিছু অসাধু জেলেকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, 'নদী ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।'

×