ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যে শর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ১২:২২, ১২ মে ২০২৫

যে শর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত।

গাজার ধ্বংসস্তূপে শিশু, নারী ও পুরুষের মরদেহ জমা হচ্ছে প্রতিদিন। মৃত্যুর মিছিলে নতুন নাম যুক্ত হচ্ছে, অথচ বিশ্ব যেন নির্বিকার। এমন এক পটভূমিতে মধ্যপ্রাচ্য জুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি সম্ভাব্য ঘোষণা—মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে, তবে গুরুত্বপূর্ণ একটি শর্ত সাপেক্ষে।

মিডল ইস্ট মনিটর এবং দ্য মিডিয়া লাইন-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসাগরীয় কূটনৈতিক সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন যাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, তবে তাতে থাকবে না হামাসের কোনো অংশগ্রহণ।

এই পরিকল্পনার প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হচ্ছে মে মাসের মাঝামাঝি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনকে। সম্মেলনে বাদশাহ সালমান ছাড়া সব উপসাগরীয় নেতা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন স্বীকৃতি ঘোষণায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সূত্রগুলো জানায়, ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের একটি হামাসবিরোধী প্রশাসনকে বৈধতা দেওয়া হবে, যাতে আব্রাহাম চুক্তিতে নতুন দেশগুলোর অন্তর্ভুক্তিও সহজ হয়।

এছাড়া সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে উপসাগরীয় দেশগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক অব্যাহতি এবং সম্ভাব্য অর্থনৈতিক চুক্তির বিষয়গুলো।

তবে এই স্বীকৃতির ঘোষণা আদৌ শান্তির বার্তা নাকি মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক রণকৌশল—তা নিয়ে তৈরি হয়েছে বিভাজন। হামাসকে বাদ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব, তা ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্যকে আরও দুর্বল করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নুসরাত

×