ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ছিনতাই থেকে সুরক্ষা

হামিদুর রহমান তুষার

প্রকাশিত: ১৯:৫১, ৭ মে ২০২৫

ছিনতাই থেকে সুরক্ষা

ঢাকা শহরে আতঙ্কের নাম ছিনতাইকারী। নিরাপদ সড়ক হয়ে গেছে আতঙ্ক ও ভয়ের। ঢাকার কিছু জায়গায় রাতে চলাফেরা করা যেমন ভয়ের ব্যাপার ঠিক তেমনি দিনেও রাজধানীতে চলাচল অস্বাভাবিক। শহরের মানুষ এখন স্বস্তিতে ঢাকা শহর চলতে পারছে না। দিনে বা রাতে  যেকোনো প্রান্তে প্রায় ছিনতাইকারীর কবলে পড়ছে সাধারণ মানুষ। নিয়ম অনুযায়ী মামলা বা সাধারণ ডায়েরি করা হচ্ছে কিন্তু কমছে না ভয়াবহ এই রোগ। সামাজিক যোগাযোগে কিছুদিন আগে রাজধানীতে এক মহিলা ব্যাগ ছিনতাই ঘটনা ভাইরাল হয়। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ছিনতাইকারী ছিনতাই করার সময় মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, মহিলা ভাগ্য ভালো বিদায় বেঁচে ফিরেন। শুধু রাস্তায় হাঁটার মধ্যে ছিনতাই হচ্ছে তেমন না, যানবাহনের মধ্যে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ। গাড়ির জানালা দিয়ে যাত্রীর জিনিস ছিনিয়ে নেওয়া, পরিচয় গোপন করে ছিনতাইসহ ধারালো চুরি পিস্তল দেখিয়ে ছিনতাই করছে। এলাকার বড় ভাই আশ্রয় প্রশ্রয় পেয়ে নিজেকে বড় মনে করে এমন জঘন্য কাজ করছে এলাকার উড়তি বয়সে তরুণরা। অল্প বয়সে হাতের মধ্যে সব পেয়ে যাচ্ছে, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার বেপরোয়া চলাফেরা সাহস থেকে ছিনতাই জড়িয়ে পড়ছে। এছাড়া অশিক্ষিত নিম্ন শ্রেণির মাদকাসক্ত ছেলেদের দিয়েও ছিনতাই করাচ্ছে কিছু চক্র। এমন অবস্থা চললে ঢাকা শহরে চলা খুবই কষ্ট হয়ে যাবে।
ছিনতাকারীর ছিনতাই দূর করার পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। ছিনতাই থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সতর্ক থাকা উচিত। জনশূন্য রাস্তায় বা অন্ধকার রাস্তায় একা চলাফেরা করা বন্ধ করা উচিত। অন্ধকার রাস্তা আশপাশে বাড়ি থাকলে মহল্লার উদ্যোগে আলোর ব্যবস্থা করা প্রয়োজন।  যেসব এলাকা ছিনতাইয়ের আশঙ্কা থাকে, সেসব এলাকা চারপাশে খেয়াল রেখে চলাচল করতে হবে, প্রয়োজনে ঐসব এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা বাড়ানোতে হবে। এ ছাড়া মূল্যবান জিনিসপত্র গোপন রাখতে হবে। অতি প্রয়োজন ছাড়া রাতে ঢাকা শহরে বের না হওয়া উচিত যদি বের হতে হয় সঙ্গী রাখা প্রয়োজন। যেমন তেমন পরিবহনে ওঠা থেকে বিরত থাকতে হবে, উবার, পাঠাও বা ট্রাস্টেড সিএনজি ব্যবহার করে পরিবহন ছিনতাই থেকে রক্ষা পাওয়া সম্ভব। যদিও ছিনতাইকারীর কবলে পড়ে যায় নিজেকে রক্ষা জন্য হুইসল, পিপার স্প্রে দিয়ে রক্ষা করা যেতে পারে। পুলিশ ছিনতাইকারীর বিষয় জোরালো পদক্ষেপের মাধ্যমে ছিনতাই থেকে রক্ষা করা সম্ভব হতে পারে। আইনশৃঙ্খলা জোরদার এবং নিজেদের সতর্কতার মাধ্যেমে বাঁচতে পারা যাবে ছিনতাইকারীর হাত থেকে।

পূর্বাচল, ঢাকা থেকে

প্যানেল

×