
সময়ের মতো জীবনও চলমান
সময়ের মতো জীবনও চলমান। এই চলমান জীবনকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আর জীবনের সেই চলার পথকে সহজ ও গতিময় করার জন্য এসেছে পরিবহন। ব্যস্ততম জীবনের ছোটাছুটির এই অংশে পরিবহন খুবই গুরুত্বপূর্ণ। গণমানুষের সুবিধার জন্য এই গণপরিবহন হলেও আজ তা গণমানুষের জীবনের জন্য অনেকটা অনিরাপদের বার্তাও দিচ্ছে। গণপরিবহনের কাছে মানুষ যেন জিম্মি আজ। যাতায়াতের পথে সময়কে বাঁচাতে গিয়ে হারাতে হচ্ছে জীবন। অথচ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা- নারায়ণগঞ্জ রোডে ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। সেই যাত্রী মারাও যান। বিষয়টি ভাবতেই শিউরে উঠি! কি নির্মম! একজন জীবন্ত মানুষকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়ার আগে ভাবেনি একবারও। এদের কাছে কত মূল্যহীন মানুষের জীবন। গত বছরের অক্টোবরের ৯ তারিখে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন নারায়ণগঞ্জের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. কামরুজ্জামান ভূঁইয়া। মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি মারা যান। এমন প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে।
পত্রিকার পাতায় চোখ রাখলেই দেখা যায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর। শোনা যায় চালক হেলপার দ্বারা নানা হয়রানির খবর। ঘর থেকে বের হয়ে সুস্থভাবে আবার ঘরে ফিরবে সে নিশ্চয়তা নেই এখন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও হয়রানি দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। অধিকাংশই অবৈধ ফিটনেসবিহীন গাড়ি তার ওপর অদক্ষ চালকের বেপরোয়া চালনা। আইনের তোয়াক্কা করে না তারা। বেপরোয়া হওয়ার কারণ হতে পারে চালকদের সঙ্গে বাস মালিকের চুক্তি। ‘টিপ’ ভিত্তিক টাকা। যত বেশি টিপ (আসা-যাওয়া) দিতে পারবে তত বেশি টাকা পাবে।
অনেকে আবার সময় বেঁধে দেন। এই ‘টিপ’ আর ‘সময়’ এর সমতা রাখতে চালকরা হয়ে ওঠেন বেপরোয়া। সড়ক যানের মত গুরুত্বপূর্ণ খাতকে মানুষের কল্যাণের জন্য সংস্কার করা প্রয়োজন। এসব অদক্ষ চালকদের সঠিক প্রশিক্ষণ দেওয়া দরকার। চালকদের টিপ চুক্তি না করে নির্দিষ্ট বেতন ভাতার আওতায় আনা প্রয়োজন। যেহেতু গাড়ির চাকার সঙ্গে দেশের অর্থনৈতিক একটা সম্পর্ক জড়িত সেহেতু এই চাকা ঘোরায় স্বচ্ছতা আনতে হবে। নিয়ম ও নীতির মানদণ্ডে শিক্ষিত লোকও নিয়োগ দেওয়া হোক চালক, হেলপার ও সুপারভাইজার পেশায়। সড়ক-সন্ত্রাস এর পরিবর্তে গণপরিবহন হয়ে উঠুক সড়ক-বান্ধব, গণবান্ধব। যাত্রীবান্ধব পরিবহনে প্রতিটি যাত্রা, প্রতিটি ভ্রমণ হয়ে উঠুক নিরাপদ ও আনন্দের।
ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে