ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিলেটে বন্যার অভিজ্ঞতা

অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)

প্রকাশিত: ২০:৩৭, ৬ জুলাই ২০২২

সিলেটে বন্যার অভিজ্ঞতা

অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)

২৩ জুন বিমানে চেকিং করতে গিয়ে উইন্ডো সিটটাই বেছে নিয়েছিলামমিনিট পঁচিশেক ওড়ার পরই নিচে অচেনা সিলেটচারদিকে শুধু পানি আর পানিসমুদ্রপিষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উঁচুতে ছোট্ট বিমানটির ছোট্ট জানালায় দৃষ্টির প্রসার অসীমের সীমা ছুঁয়ে যায়আর তার পুরোটাই শুধু পানির বিস্তার

কেউ যদি কক্সবাজারে নামার সময় বিমানের জানালা দিয়ে উঁকি দিয়ে থাকেন তাহলে পানিময় যে দৃশ্য তার হৃদয়ে নাচন তোলে, ঠিক তার কাছাকাছি দৃশ্যে বেদনায় নীল হয়ে আছে সিলেটের বিমানবন্দরদিন ধরেই পত্র-পত্রিকায়, সোশ্যাল আর ইলেকট্রনিক মিডিয়ায় সিলেটের এমন ছবি আমার মতোই দেখে আসছেন আর সবাইতারপরও নিজের চোখে আর অন্যের চোখে দেখার মাঝে যে বিস্তর ফাঁরাক তা এই দফায় সিলেটে না এলে আমার বোঝার বাইরে থেকে যেতআসার আগে থেকেই, এবারের বন্যার ধাক্কাটা লাগার পরপরই সিলেটের সঙ্গে যোগাযোগটা আরেকটু বেড়ে গিয়েছিল

সম্প্রতি বাংলাদেশ, নির্মূল কমিটি আর লিভার বিশেষজ্ঞদের নানান প্রফেশনাল সংগঠনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সংশ্লিষ্টতার কারণে এমনিতেই দেশের আনাচে-কানাচে যোগাযোগটা একটু বেশিআর সিলেটের বেলায় সেই বেশিটা আরেকটু বেশিবন্যার ধাক্কাটা লাগতেই দেখেছি সিলেটের রাজনৈতিক আর সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলো কি প্রগাঢ় মমতায় এগিয়ে এসেছেন বানভাসি প্রতিবেশীর সাহায্যেদাঁড়িয়েছেন কাঁধে কাঁধ রেখে এক কাতারে

আর সিলেটে এই দফায় যে ঘণ্টা আটচল্লিশের সংক্ষিপ্ত সফর, তারপর আরও ভালভাবে বুঝতে শিখেছি মনুষত্বের সংজ্ঞা আর আরও বেশি গর্বিত হয়েছি এই কারণে যে, দৈবচয়নে আমার পূর্ব পুরুষরা সিলেটেই জন্মেছিলেন এবং এখানেই বেড়ে উঠেছিলেন

বরাবরের মতোই এবারও সিলেটে পৌঁছানোর পর বৃহস্পতিবারের সন্ধ্যা আর রাতের অনেকটাই কেটেছে রোগী দেখেসিলেট শহরের কাজলশাহ এলাকায় একটি সভ্রান্ত ডায়াগনস্টিক সেন্টারে সাদামাঠা চেম্বারটার গালভরা নাম স্বপ্নীল লিভার সেন্টারসিলেট এলেই সেখানে আমার রোগী দেখা হয় বিস্তরসঙ্গে বিস্তর সামাজিকতাও চলেরোগী দেখার ফাঁকে ফাঁকে সিলেটি সমাজের সঙ্গে যোগসূত্র খুঁজে ফেরার কাজটাকে সহজ করার জন্য স্বপ্নীল লিভার সেন্টারে বসার জন্য আলাদা একটা বৈঠকি কক্ষও আছে

বরাবরের মতোই এবারও রোগী দেখার ফাঁকে ফাঁকে সামাজিকতা অব্যাহত ছিলতবে কোথায় যেন ছন্দের একটা বড় পতন! যারা আসছেন, বলছেন সবার মধ্যেই কেমন যেন একটা বিষাদের ছায়াপ্রতিবেশী আর আত্মীয়কে পানিবন্দী রেখে মনটা যে সবার বেজায় বেজারতবে সঙ্গে কিছু একটা করার, পাশে গিয়ে দাঁড়ানোর আগ্রহটাও প্রচণ্ড

শুক্রবার বাদ জুমা থেকে বাদ মাগরিব অবধি সময়টা কেটেছে সিলেট মেট্রোপলিটন শহর আর সদরের এপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছোটাছুটিতেস্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে সদরের কান্দিরগাঁও ইউনিয়নেদিন আগেই কোমর পানিতে ডুবে ছিল এলাকাটাএখনও ডুবে আছে অনেক কিছুইডুবে আছে স্কুলটিওরাস্তাঘাট ভেঙ্গে গেছে জায়গায় জায়গায়এত সব কিছু ডিঙ্গিয়ে পৌঁছালাম বাজারটাতে

সেখানেই বন্যার্তদের মাঝে শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হবেঅবাক ব্যাপার, আগেই সেখানে উপস্থিত সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটের তারকাখচিত স্টার প্যাসিফিক হোটেলের স্বত্বাধিকারী ও মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি ফালা উদ্দীন আলী আহমেদ আর দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সম্পাদক আখলাকুল আম্বিয়াসহ অনেকেই

ওখান থেকে ছুটলাম হাটখোলা ইউনিয়নেরাস্তাঘাটের অবস্থা তথৈবচসংগ্রামমুখর একটা যাত্রার পর পৌঁছাতে পারলাম স্থানীয় একটা মসজিদেএখানে জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশনের উদ্যোগে একই ধরনের আরেকটি উদ্যোগসারি সারি মানুষ লাইন আর ধৈর্য ধরে অপেক্ষমাণএই মসজিদটিতে গত জুমায় জামাত হয়নিজামাত হয়নি জুমায় গোটা ইউনিয়নের কোন মসজিদেই গেল সপ্তাহে

পুরো এলাকাই ছিল কোমর পানির নিচেসিলেটে আওয়ামী লীগের সর্বজন শ্রদ্ধেয় নেতা শামিম ভাই প্রয়াত হয়েছেন অকালে বেশ আগেইতার প্রিয়তম সহধর্মিণী নাজনীন হোসেন আপা এখন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিদুর্ঘটনার পর থেকে স্থায়ী সঙ্গী লাঠিতে ভর দিয়ে, বয়সকে জয় করে চলে এসেছেন অনুজপ্রতিম আব্দুল আহাদ জুয়েলসহ জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশনের যুবকদের সঙ্গে নিয়ে মনুষত্বের জয়গান গাইতেসঙ্গে জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহরিয়ার হোসেনসহ আরও কিছু তরুণ তুর্কী

হাটখোলার পালা শেষ করে ছুটলাম সিলেট শহরের দিকেওখানেই পরের গন্তব্যআর ওখানেই আবেগটাও যে আরেকটু বেশি তাও স্বীকার না করে পারছি নাকারণ চালিরবন্দরে যে স্কুলটাতে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বানভাসি মানুষগুলোর মধ্যে শুভেচ্ছা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে তার ঠিক পাশের ছড়ারপাড়েই পৈত্রিক ভিটাসিলেটের এবারের দুবারের বন্যাতেই ছড়ারপাড় ডুবেছে সবার আগে আর বন্যার কবল থেকে এলাকাটার মুক্তিও সবার শেষে

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অনুজপ্রতিম স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমেদ শিপলু আর কার্যকরী সদস্য রাহাতসহ সেখানে উপস্থিত নগর আওয়ামী লীগ আর সহযোগী সংগঠনের অনেক হোমরা-চোমরা নেতৃবৃন্দকিন্তু নগর কাঁপানো-দাপানো এসব নেতা কেউ কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সেখানে সববেত হননিতারা প্রত্যেকে সেখানে সমবেতসমবেত বন্যাপীড়িত মানুষগুলোর ব্যথায় সমব্যথী হতে আর তাদের হাতে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী তুলে দিতে

চালিরবন্দর থেকে ছুটলাম মির্জাজাঙ্গালেসেখানে ট্রাকবোঝাই শুভেচ্ছাসামগ্রী নিয়ে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের দুই ডাকসাইটে নির্বাচিত কাউন্সিলর সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজদুর রহমান আজাদ আর শান্তনু দত্তআমাদের গন্তব্য শ্রী লোকনাথ মন্দিরসেখানে আশ্রয় নিয়েছেন সনাতন ধর্মের বহু বানভাসি মানুষঅসহায় এ মানুষগুলোর পাশে দাঁড়ালাম নির্বাচিত দুই নগর নেতার সঙ্গী হয়েমনুষ্যত্বের কাছে আরও একবার পরাজিত হলো সাম্প্রদায়িকতা আর ধর্মের বিভাজন

রাতে ঢাকামুখী ফিরতি ফ্লাইট ধরার ব্যস্ততার মাঝেই হাজির দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মোর্শেদকথা ছিল তাদের সঙ্গে দক্ষিণ সুরমায় শামিল হবো সিলাম ইউনিয়নে বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্যপারিনি সময়ের স্বল্পতা আর যাত্রাপথের বন্যাসৃষ্ট দুর্গমতায়তবে তারা কাজ শেষে ঠিকই হাজির হয়েছেন আর তাদের মুখে যে হাসি, তা কি বিজয়ের না প্রশান্তির তা জানা নেইবোধ করি দুটোরই

একদিকে মানবতার বিজয়ের আর বন্যাকে হারানোর প্রশান্তিরএকই রকম হাসি হাসি মুখে হাজির দৈনিক ভোরের ডাকের তরুণ সাংবাদিক হান্নানওতারাও বন্ধু-বান্ধব দল বেঁধে ছুটে বেড়াচ্ছে বানভাসি এলাকাগুলোয়আর যে মানুষগুলো ঐ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের খবরগুলো বাঁধভাঙ্গা জোয়ারের মতো একের পর এক অনলাইন পোর্টালে ছাপিয়ে জানিয়ে-ছড়িয়ে দিচ্ছেন ইথারে ইথারে

সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এবারের অভিজ্ঞতাটা একেবারেই ভিন্নকথায় কথায় সুশীলদের মুখে ত্রাণে অনিয়ম আর আওয়ামী অনাচারের যে বয়ান বরাবর ঢাকায় এসির বাতাস খেতে খেতে শুনতে শুনতে কানে পচন ধরেছে, তার ছিটে ফোঁটাও দেখিনি সিলেটের কোথাওকথা বলেছি জনে জনেজানার চেষ্টা করেছি যতটা জানতে পারা যায় তার চেয়েও বেশিআর যা জেনেছি তা নিয়ে সিলেট ছেড়েছি পরম প্রশান্তিতেকোথাও দেখিনি-শুনিনি ত্রাণে কোন অপর্যাপ্ততা আর অনিয়মের কথা

দেখেছি রাজনৈতিক নেতা থেকে কর্মী আর সাধারণ থেকে অসাধারণ, প্রতিটি মানুষের, মানুষের পাশে দাঁড়ানোর নির্লোভ, নিঃস্বার্থ আগ্রহআর মানুষের এই আগ্রহে সব রকম সদিচ্ছা আর শক্তি যোগাচ্ছেন সিলেটের স্থানীয় প্রশাসন আর সেখানে মোতায়েন সামরিক বাহিনীর সদস্যরাদিন আগেই সিলেট ঘুরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকি এক জাদুর স্পর্শে তিনি জাগিয়ে গেছেন সিলেটের মানুষগুলোর ভেতরের মানুষগুলোকে

আর সেই জেগে ওঠা মানুষগুলোই এখন পীড়িত মানুষগুলোর জন্য ছুটছে দিনে আর জাগছে রাতেতাদের সেই ছোটায় আর জায়গায় একটু হলেও শামিল হতে পেরেছিআর আরও একটু গর্ব এই কারণে যে একদিন আমার পূর্ব পুরুষরা এই ভূখণ্ডেই জন্মেছিলেন

 

লেখক : ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও

সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ

×