ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

‘তত্ত্বাবধায়ক সরকার’ বিষয়ে যে সিদ্ধান্ত জানাল কমিশন

প্রকাশিত: ২২:৪২, ৩১ জুলাই ২০২৫

‘তত্ত্বাবধায়ক সরকার’ বিষয়ে যে সিদ্ধান্ত জানাল কমিশন

ছবি: সংগৃহীত।

তত্ত্বাবধায়ক সরকার গঠনে র‌্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এ প্রক্রিয়া নিয়ে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি এবং খেলাফত মজলিস ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে কমিশনের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে একটি বিশেষ কমিটির মাধ্যমে। এই কমিটিতে থাকবেন—প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দলীয়), প্রধান দুই দলের বাইরে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের একজন প্রতিনিধি এবং দুইজন সিনিয়র বিচারপতি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব ব্যক্তির নাম প্রস্তাব করা হবে, সেই তালিকা থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও সদস্যদের বাছাই করবে এই কমিটি।

তত্ত্বাবধায়ক পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর মৌখিক সম্মতি থাকলেও, গঠন প্রক্রিয়ায় র‌্যাঙ্কিং ভিত্তিক কমিটি গঠনের পদ্ধতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি ও সমমনা জোটগুলো মনে করছে, সরকার গঠনের ক্ষমতা সংসদের হাতে থাকা উচিত।

তারা কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে।

নুসরাত

×