ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিশ্বের পাসপোর্ট র‍্যাংকিংয়ে নিজের অবস্থান আরো উন্নত করেছে বাংলাদেশ!

প্রকাশিত: ২২:৩৬, ৩১ জুলাই ২০২৫

বিশ্বের পাসপোর্ট র‍্যাংকিংয়ে নিজের অবস্থান আরো উন্নত করেছে বাংলাদেশ!

ছবিঃ সংগৃহীত

বিশ্বের পাসপোর্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশ ধীরে ধীরে নিজের অবস্থান উন্নত করছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্ট ৯৪তম অবস্থানে উঠে এসেছে। আগের বছর এটি ছিল ৯৭তম। ২০২১ সালে যেখানে র‍্যাংকিং ছিল ১০৮তম— যা এখন পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থান, সেখান থেকে ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে প্রতি বছরই। ২০২২ সালে ছিল ১০৩তম, ২০২৩ সালে ১০১তম।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। এই তালিকায় আছে বাহামাস, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমোর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, তুভালু এবং ভানুয়াতু।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এখনো শীর্ষে আছে সিঙ্গাপুর, যার অধিকারীরা ১৯৩টি দেশে বিনা ভিসায় প্রবেশ করতে পারেন। ২য় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ), আর ৩য় স্থানে সাতটি ইউরোপীয় দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯টি দেশ)। যুক্তরাজ্য বর্তমানে ৬ষ্ঠ এবং যুক্তরাষ্ট্র ১০ম অবস্থানে চলে এসেছে, যা এই দুই দেশের জন্য এক দশকেরও বেশি সময় ধরে চলমান পতনেরই প্রতিফলন।

এদিকে, ভারত বড় ধরনের উন্নতি করেছে এই ছয় মাসে— এক লাফে ৮ ধাপ উঠে এসেছে ৮৫তম স্থান থেকে ৭৭তম স্থানে। যদিও তারা মাত্র দুটি নতুন দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছে, তবুও এটা বেশ ইতিবাচক অগ্রগতি। সৌদি আরবও চারটি নতুন দেশে ভিসামুক্ত প্রবেশ পেয়েছে, যার ফলে তাদের অবস্থান এখন ৫৪তম।

সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান, যাদের পাসপোর্টধারীরা মাত্র ২৫টি দেশে বিনা ভিসায় যেতে পারেন— যা বিশ্ব র‍্যাংকিংয়ের সবচেয়ে বড় ভ্রমণ বৈষম্যের চিত্র তুলে ধরে।

এই উন্নতির ধারা বাংলাদেশিদের জন্য আশাব্যঞ্জক। ভবিষ্যতে আরও বেশি দেশে ভিসা ছাড়াই যেতে পারার সম্ভাবনা তৈরি হচ্ছে, যা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতার একটি ইতিবাচক ইঙ্গিত।

 

মারিয়া

×