ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়

প্রকাশিত: ২১:৩০, ৩১ জুলাই ২০২৫

জাতীয় স্বার্থে যেন ঐক্য থাকে, জুলাই তা আমাদের মনে করিয়ে দেয়

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দল ও মত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে যেন ঐক্য বজায় থাকে—জুলাই মাস আমাদের সেই ঐক্যের বার্তা স্মরণ করিয়ে দেয়। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মাধ্যমে আমরা আবারও একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে, আর জনতার ঐক্য দিয়েই তা প্রতিহত করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। এক বছর আগে যে ঐক্য গড়ে উঠেছিল, তাকে সামনে রেখে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনওভাবেই জুলাই হত্যাকাণ্ডের বিচারে দুর্বলতা দেখাবে না। খুব শিগগিরই বিচার দৃশ্যমান হবে এবং সংস্কার এগিয়ে যাবে।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের নকশাকার মো. রাঈদ হোসেন।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে শহীদ আলিফের বাবা মো. বুলবুল কবীর এবং আশুলিয়ায় শহীদ আবুল হোসেনের মা সালমা বেগম তাদের বক্তব্যে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায়বিচারের দাবি জানান।

এ সময় শিক্ষার্থী মালিহা নামলা, ফাহমিদা ফাইজা, আব্দুল্লাহ আল মামুন ও ওয়াজিদুল ইসলাম ‘৩৬ জুলাই আন্দোলনের’ কার্যক্রম ও স্মৃতিচারণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘‘‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক ইতিহাসে ছাত্র-জনতার অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি স্থায়ী নিদর্শন।’’ 

সানজানা

×