ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী জানালেন ভয়াবহ বিমান দুর্ঘটনার তথ্য

ওই সময় ক্লাস ছুটি হওয়ার সময় ছিল, কিছু বাচ্চা গেটের সামনে ছিল

প্রকাশিত: ১৬:১১, ২১ জুলাই ২০২৫

ওই সময় ক্লাস ছুটি হওয়ার সময় ছিল, কিছু বাচ্চা গেটের সামনে ছিল

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ভয়াবহ আগুন লেগেছে। দুর্ঘটনার সময় স্কুলের প্রাইমারি সেকশনে কেজি ওয়ান থেকে ফাইভ-সিক্স পর্যন্ত বয়সী ছোট ছোট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী জানান, “বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের সাইটগুলোও জ্বলে উঠেছিল। অনেক শিক্ষার্থী পুড়ে গেছেন। মূলত সেখানে ছোট বাচ্চারা ছিল। ওই সময় ক্লাস ছুটি হওয়ার সময় ছিল। কিছু বাচ্চা গেটের সামনে ছিল, যারা ঘটনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি, কারণ মুহূর্তেই সব কিছু হয়ে গেছে।”

আবির

×