
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পাশেই সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রাথমিক শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল ভবন, চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। মুহূর্তেই শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করে কাঁদতে শুরু করে, কেউ কেউ ক্লাসরুম ছেড়ে দৌড়ে মাঠে চলে আসে।
ঘটনার পরপরই দেখা যায়, মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের উত্তরের খেলার মাঠ সংলগ্ন স্থানে বিমানটি পড়েছে। এর ঠিক পাশেই প্রাথমিক শাখার ভবন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলে ছুটে আসেন অভিভাবকেরা। অনেককে গেটের বাইরে দাঁড়িয়ে সন্তানদের নাম ধরে ডাকতে এবং কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এক শিক্ষার্থী বলেন, প্রাইমারি ভবনে বিকট শব্দ হতেই ক্লাসের শিশুরা ভয় পেয়ে চিৎকার শুরু করে। আমরা বুঝে উঠতে পারছিলাম না— কী হয়েছে? জানালার পাশে ধোঁয়া দেখা যাচ্ছিল। কিছু শিক্ষার্থী দৌড়ে নিচে নেমে যায়। বাচ্চারা ভেতরেই ছিল৷ কেউ বের হতে পারেনি।
শিহাব