
ছবি: সংগৃহীত
দেশজুড়ে হৃদয়বিদারক এক ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের মানুষের মতোই কাঁদছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভেঙে পড়েছেন, মর্মাহত হয়েছেন এবং তাঁর আবেগঘন ভাষায় ফুটে উঠেছে সন্তানসম অনুভব।
নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন— “যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।”
সেখানে তিনি সংবাদকর্মীদের প্রতিও এক আবেগঘন অনুরোধ জানান। বলেন— “সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে।”
শেষে তামিম লেখেন— “ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।”
তামিমের এই বক্তব্যে অনেকেই নিজেদের আবেগের প্রতিফলন খুঁজে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়েছে দ্রুত, অসংখ্য মানুষ এর সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন।
শেখ ফরিদ