ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

লন্ডনে অবৈধভাবে আসার সুযোগ নাই, এখানে বৈধ পথে ভিসা নিয়ে এসেছি: খালিদ মাহমুদ চৌধুরী

প্রকাশিত: ০০:২৬, ৮ মে ২০২৫; আপডেট: ০০:৩৬, ৮ মে ২০২৫

লন্ডনে অবৈধভাবে আসার সুযোগ নাই, এখানে বৈধ পথে ভিসা নিয়ে এসেছি: খালিদ মাহমুদ চৌধুরী

ছবিঃ সংগৃহীত

লন্ডনে অবৈধভাবে আসার সুযোগ নাই, এখানে বৈধ পথে ভিসা নিয়ে এসেছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে লন্ডনে আছি। যারা বাংলাদেশকে চিনে তারা জানে আমরা তো এখানে থাকার মত মানুষ না। দেশবাসী জানে কেন এখানে আছি। আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। তারা প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে আছে। 

তিনি আরো বলেন, আমাদের নামে ভুয়া মামলা করা হয়েছে, বাদী জানেন না কার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই ৫ই আগস্ট একটা সুগভীর পরিকল্পনা করা হয়েছিল। দেশের দখলদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করার পরেই আমরা দেশে ফিরে আসব শেখ হাসিনার নেতৃত্বে। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/16Zy7K5Bw2/

রিফাত

×