ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

এবার গুরুতর বিষয়ে সতর্কবার্তা দিলেন সারজিস!

প্রকাশিত: ১৯:২৯, ৭ মে ২০২৫

এবার গুরুতর বিষয়ে সতর্কবার্তা দিলেন সারজিস!

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার নাম বা ছবি ব্যবহার করে কেউ প্রতারণা করলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, "আমার ছবি বা নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়ালে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রতারণা থেকে সতর্ক থাকুন।"

এছাড়া, তিনি একটি ফটোকার্ডে উল্লেখ করেছেন, "আমার সঙ্গে কারো ছবি থাকা মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়।" তিনি আরও বলেন, "কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে, তবে সে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার আহ্বান করছি।"

সারজিস আলম সতর্ক করে বলেন, "কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে, তাহলে সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে বলবেন। তখনই সত্য-মিথ্যার পার্থক্য সামনে আসবে।" তিনি শেষ করেন, "প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।"

শিহাব

আরো পড়ুন  

×