
ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুরের মৃত্যুর পর তার সব সম্পত্তি একা ভোগ দখলের জন্যে আপন ভাইকে মেরে ফেলেছে তার মেয়ে সীমিন রহমান বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ শুক্রবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন ইলিয়াস।
ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে বলেন, ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুরের মৃত্যুর পর তার সব সম্পত্তি একা ভোগ দখলের জন্যে আপন ভাইকে মেরে ফেলেছে তার মেয়ে সীমিন রহমান৷ সেই ঘটনায় লতিফুরের আরেক মেয়ে শাযরেহ হক তার বোন সীমিন রহমানের বিরুদ্ধে হত্যা মামলা করেন৷
প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষমতা কাজে লাগিয়ে ১০ দিনের মাথায় সেই মামলা ভেনিশ করে দেয়া হয় উল্লেখ করে তিনি আরো বলেন, হত্যার কারন, হত্যার পর পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন এবং পরবর্তী ঘটনা নিয়ে তিন মাসের অনুসন্ধান শেষ করেছে টিম ফিফটিন মিনিটস৷
বিস্তারিত দেখবেন শীগ্রই..............
এই মামালার তদন্ত, বিচার কাজের সাথে সম্পৃক্ত সকলের কাছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা কামনা করছি৷
শেষে উল্লেখ করেন ধন্যবাদ৷
ফুয়াদ