ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

থানায় কোন তথ্য নিতে গেলে, কার কাছে যাবেন

প্রকাশিত: ০৮:৪৪, ২৪ এপ্রিল ২০২৫

থানায় কোন তথ্য নিতে গেলে, কার কাছে যাবেন

থানায় কখনো কোন তথ্য নেওয়ার জন্য গেলে প্রথম কার কাছে যাবেন? কোন কাজটা করবেন? অনেকে ভুল করে থাকেন। অনেকেই বিভিন্ন কাজের জন্য আমরা নথিপত্র সংগ্রহ করার জন্য থানায় যাই থানায় যাওয়ার পরে দেখা যাচ্ছে যার কাছে যাওয়ার কথা সেখানে যাচ্ছি না। আরেকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছি। অন্য আরেকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছি তখন সে বলতেছে এখানে না অন্য জায়গান যান। এভাবে কয়েকজনের কাছে যেতে হচ্ছে। আসলে আপনি জানেন না কোন কাজে কার কাছে যেতে হবে।

থানায় গেলে প্রথম যে কাজটা করবেন? যদি আপনি কোন মামলার সংক্রান্ত তথ্য নিতে চান সেটা হলো থানা মামলা হতে পারে কোর্টের মামলা হতে পারে যে কোন তথ্যের জন্য আপনি জুনিয়র সেরেশতা লেখা রুমে ঢুকে যাবেন। ঢুকে বলবেন এখানে মুন্সি কে? এই রুমে গিয়ে মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন।

এখন আপনি গেছেন একজন অফিসারের দরকার সে অফিসার আপনাকে কল দিয়ে তারপর বাড়িতে গিয়েছিল তার নাম্বারটা আপনার কাছে নাই শুধু নাম জানেন এই অফিসারের নামের তালিকার জন্য ডিউটি অফিসারের কাছে যাবেন। যে রুমে লেখা দেখবেন ডিউটি অফিসার সে রুমে ঢুকে যাবেন। ডিউটি অফিসারের কাছে সকল অফিসারের নাম্বার আছে। 

এখন ওসির সাথে দেখা করবেন। যে রুমে লেখা দেখবেন অফিসার ইনচার্জ সে রুমে ঢুকে যাবেন। ওসির সাথে দেখা করতে কোন অনুমতি লাগে না। আপনি রুমে ঢুকে আপনার কথা বলবেন। তবে যদি দেখেন ওসি কোন মিটিংয়ে আছেন। কারো সাথে কথা বলছেন তাহলে একটু পরে যাবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন।

সজিব

×