ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ১৫ এপ্রিল ২০২৫

বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা

ছবিঃ জনকণ্ঠ

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

গ্রামবাংলার যত পুরোনো ঐতিহ্য টিকে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৈশাখী মেলা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ দিনকে ঘিরে শুরু হয়েছে মুকসুদপুরের বহুগ্রামে বৈশাখী মেলা।

চারদিকে সাজসাজ রব। এ মেলার মাধ্যমেই মানুষ তার পুরোনো দুঃখকে ভুলে একটু আনন্দের মাধ্যমে পরবর্তী যাত্রার সূচনা করে। চৈত্রের শেষ এবং বৈশাখ মাসে কৃষকেরা নতুন ফসল পায় এ সময় মেলা তাদের আনন্দ জোগায়।

বাঙালি ও বৈশাখী মেলা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বাঙালি তার নিজস্ব জাতিসত্তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যতগুলো উৎসব পালন করে তার মধ্যে বৈশাখবরণ বা বাংলা সনকে বরণ অন্যতম। বৈশাখ বরণের সঙ্গে যে অনুষ্ঠানটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা হলো আমদের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

প্রতি বছরের মতো এবারো সোমবার (১৫ এপ্রিল) শুরু হয়েছে বৈশাখী মেলা। মুকসুদপুরের ঐতিহ্যবাহী বহুগ্রাম হাই স্কুল মাঠে প্রতি বছরই বসে এমন এক ঐতিহ্যবাহী মেলা। আয়োজনের মধ্যে স্থানীয় কৃষিজাত দ্রব্য কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাতসামগ্রী, সব রকম হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী উপস্থিত করার রেওয়াজ রয়েছে। এ ছাড়া শিশু-কিশোরদের খেলনা, মহিলাদের সাজসজ্জার সামগ্রী ইত্যাদি এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন চিড়া, মুড়ি-মুড়কি, খই, বাতাসা ইত্যাদি বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় খাবারের সমারোহ রয়েছে।

শরিফুল রোমান / আরশি

আরো পড়ুন  

×