ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

উভয়পক্ষের কয়েকজন আহত

সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

.

ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছেরবিবার বিকেল চারটার পর থেকে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়চলতে থাকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্তএ ঘটনায় উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেনসংঘর্ষের ফলে বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়সন্ধ্যার পর সংঘর্ষ থামলে যান চলাচল স্বাভাবিক হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেনপরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেনএ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্কতাক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচলঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশপরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেতবে সন্ধ্যা সাড়ে ছয়টার আগ মুহূর্ত পর্যন্ত দুই পক্ষকে ধাওয়া- পাল্টাধাওয়া থেকে নিবৃত করা যায়নি

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়েছেনতারা ইট নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের সামনে চলে আসছেনআবার বিপরীতে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ধানমন্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরেকিছু সময় পরপর ইট নিক্ষেপ করে তারাও এগিয়ে যাচ্ছেন আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দিকেএ সময় বেশ কয়েক দফায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করতে দেখা যায়তবে শিক্ষার্থীরা পুলিশের কার্যক্রম উপেক্ষা করেই ধাওয়া-পাল্টাধাওয়া চালিয়ে যাচ্ছেন

অপরদিকে, সংঘর্ষের কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, গত কয়েকদিন ধরেই বুলিং ও স্লেজিংয়ের জের ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য চলছিলযার জেরে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে হাতাহাতিতে জড়িয়েছেন

ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, রবিবার সিটি কলেজের কিছু শিক্ষার্থী আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে এবং স্লেজিং করেছেযার জেরেই পরবর্তী সময়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন

পুলিশের রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারেক লতিফ বলেন, কয়েকদিন আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছেসেই ঘটনার সূত্র ধরে রবিবারের ঘটনা ঘটেএতে ইট-পাটকেলে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন

এদিকে প্রায় দুই ঘণ্টা ধরে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে ওই রুট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি সেদিকে না গিয়ে অন্য রুট দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হয়অনেককে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়তবে সন্ধ্যার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়

প্রসঙ্গত, কয়েকদিন পরপরই এলাকায় ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে জড়ান কলেজের শিক্ষার্থীরাএতে শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ভাঙচুর করে শিক্ষার্থীরাবন্ধ হয়ে যায় যান চলাচলচরম বিপাকে পড়তে হয় ওই রুটে চলাচলকারী সাধারণ মানুষকেএ থেকে পরিত্রাণ চাচ্ছেন সাধারণ মানুষ


 

×