ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী

প্রকাশিত: ১০:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী

ছবি সংগৃহীত

শহীদ আবু সাঈদের নামে কোচিং সেন্টার খোলার অভিযোগে এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের একদল নেতাকর্মী। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরের শাপলা মোড়ের বাসা থেকে হাসান আলী নামেরে এক শিক্ষার্থীকে আটক করা হয়।

হাসান আলী রংপুর মডেল কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে কোতোয়ালি থানার হাজতে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষক রফিক আহমেদ রাজ সম্প্রতি ফেসবুকে এক ভিডিওর মাধ্যমে রংপুর নগরের শাপলা মোড়ে ‘শহীদ আবু সাঈদ কোচিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন। অভিযোগ উঠেছে, শিক্ষার্থী হাসান আলী ওই কোচিং সেন্টারের জন্য একটি ফেসবুক পেজ খুলে দিয়েছেন।

শনিবার রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের কয়েকজন নেতাকর্মী শাপলা মোড়ে হাসান আলীর ভাড়া বাসায় যান। সেখানে বাকবিতণ্ডার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কোতোয়ালি থানায় হাসান আলীকে আটক করা হলে তার স্ত্রী শারমিন খাতুন থানার সামনে অবস্থান নেন। তিনি বলেন, “আমার স্বামী শুধু শিক্ষক রফিক আহমেদের অনুরোধে ফেসবুক পেজ খুলে দিয়েছিলেন। কিন্তু কিছু ছাত্র নেতার ধারণা, আমরা লাখ লাখ টাকা আয় করছি। এজন্য তাকে অন্যায়ভাবে থানায় নেওয়া হয়েছে।”

এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, “শহীদ আবু সাঈদের নাম ব্যবহার করে কেউ ব্যবসা করলে আমরা তার বিরোধী। তবে এখানে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। ঘটনাটি অতিরঞ্জিত হয়ে থাকতে পারে।”

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “নিরাপত্তার স্বার্থে হাসান আলীকে থানায় আনা হয়েছে। ছাত্ররা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাই পরিস্থিতি সামাল দিতে তাকে আটক রাখা হয়েছে।”

আশিক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার