ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু!

মো. মামুন চৌধুরী

প্রকাশিত: ১১:৩২, ১১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:১৭, ১২ জানুয়ারি ২০২৫

আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু!

সংগৃহিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শরিফুল মিয়া (৬) ও মুনতাহা আক্তার (৫) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শরিফুল কামালপুর গ্রামের আরশ আলীর ছেলে এবং মুনতাহা তার প্রতিবেশী লোকসাম মিয়ার মেয়ে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জোবাইর আহমেদ জাবেদ শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ও মুনতাহা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পথচারীরা পুকুরে ভাসমান অবস্থায় শিশুদের মরদেহ দেখতে পান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে একটি পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান জানান, শিশুদের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির আবেদন করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

সায়মা ইসলাম

×