ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

শেখ হাসিনার প্রিয় কাজ ছিল খুন,গুম ও মামলা দেওয়া: সাকা চৌধুরীর ছেলে

প্রকাশিত: ২১:১১, ১০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:৪৯, ১০ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার প্রিয় কাজ ছিল খুন,গুম ও মামলা দেওয়া: সাকা চৌধুরীর ছেলে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় সমাবেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বাবা খুনের শিকার, আমি গুমের শিকার। অনেকেরই পারিবারিক অবস্থা আমাদের মত। 

মঙ্গলবার বিএনপির এক সমাবেশে আমেন মন্তব্য করেন তিনি।

বক্তব্যে হাস্যরসাত্নকভাবে তিনি বলেন, স্বজন হারানোর বেদনা আমার থেকে ভালো কেউ বুঝবে না। শেখ হাসিনা গত কয়েক বছরে এ কথা অনেকবার বলেছে। জনসম্মুখে বা টিভির সামনে এমন কথা বলে ঘরে গিয়ে মানুষজনকে খুন, গুম ও মামলার হুকুম দিত। শেখ হাসিনার প্রিয় কাজ ছিল খুন,গুম ও মামলা দেওয়া।

তিনি আরো বলেন, ভারত বলছে বাংলাদেশিরা অবৈধভাবে থাকছে ভারতে। আমি এটির সাথে একমত। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবৈধভাবেই অবস্থান করছে। তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। তাদের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে আমার বাবার আত্নার শান্তি পাবে না।

তিনি বলেন, গত ১৬ বছরে অনেকবার এরকম প্রোগ্রামে আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি। বিভিন্ন প্রোগ্রাম লুকিয়ে লুকিয়ে করতে হত।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। এই সময় তাকে ‘নারায়ে তাকবির’ স্লোগান দিতে দেখা যায়।

নাহিদা

×