হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের পরিণতি সিরিয়ার আসাদের চাচাতো ভাইয়ের মতো না করার এই আক্ষেপ বোধ হয় আমাদের সারাজীবন পুড়িয়ে যাবে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনৈতিক পরিসরে যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ ওঠে, তখন আমি ইউটিউবে জুলাই-অগাস্ট মাসের খবরগুলো দেখি। সেসব দেখার পর জলপাই রঙের উর্দি পরা দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের জন্য এক গভীর অনুতাপ অনুভব করি। জেনারেলদের বিরুদ্ধে গিয়ে তাদের নেওয়া এই বোল্ড ডিসিশনের কী নিদারুণ অপচয়!’
এদিকে, তার এই পোস্টটিকে ঘিরে নেটিজেনরা সবাই হাসনাত আবদুল্লাহকে ভালোবাসা জানিয়েছেন। এছাড়াও অনেকে তাদের মতামতও প্রকাশ করেছেন। মোহাম্মদ আবুল ফজল লেখেন, ‘বাংলাদেশের জুলাইয়ে বিপ্লবী আওয়াজ বিশ্বে ছড়িয়ে পড়ুক। সিরিয়া বিজয়। আলহামদুলিল্লাহ।’ এস এম সুজন লেখেন, ‘আমরা এই সোনার বাংলাকে কাঁধে কাঁধ মিলিয়ে সাজিয়ে দিতে চাই।’ খালেদ হোসেন লেখেন, ‘এই কথাটাই বুঝানোর চেষ্টা করছি এত দিন কিন্তু কেহ বুঝে নাই।’
হাসনাত আবদুল্লাহ সরকারি চাকরিতে কোটার বিরোধিতাকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। যেটি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের প্রচারে পরিণত হয়েছিল। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস আলম ও অন্যান্যদের সাথে তাকে ২০২৪ সালের জুলাইয়ে বিক্ষোভ সহিংস হয়ে উঠলে পুলিশ আটক করে। এরপর আন্দোলন ছড়িয়ে পড়লে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন।
এম হাসান