সেমিনার
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে ‘জুডিসিয়াল ইনডিপেনডেন্স অ্যান্ড এফিসায়েন্সি ইন বাংলাদশে’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে “বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম।
ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কেবল একটি প্রশাসনিক লক্ষ্য নয়, বরং বিচার বিভাগের সাথে জড়িত সকলের নৈতিক বাধ্যবাধকতা।
এসময় প্রধান বিচারপতির প্রণীত বিচার বিভাগের রোডম্যাপে নৈতিকতা, দক্ষতা, জনমুখী বিচার ব্যবস্থা ও বিচারকার্যে নিয়োজিত জনবলের পারদর্শিতা বৃদ্ধিতে আলোকপাত করা হয়।
সেমিনারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, ডিস্ট্রিক্ট জুডিসিয়ারির বিচারকবৃন্দ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ও আইন কমিশনে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহীদ