ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

কলকাতা ও ত্রিপুরার কূটনীতিককে ফেরানো হলো ঢাকায়

প্রকাশিত: ২২:০৭, ৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:০৯, ৫ ডিসেম্বর ২০২৪

কলকাতা ও ত্রিপুরার কূটনীতিককে ফেরানো হলো ঢাকায়

পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকায় ফেরানো হচ্ছে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে।

আজ ৪ ডিসেম্বর বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে তাদের দেশে ফিরতে বলা হয়।

এর মধ্যে কলকাতার মিশনপ্রধান আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছেন, আর ত্রিপুরার সহকারী হাইকমিশনারও আজ ঢাকায় ফেরার কথা রয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় এসেছেন আশরাফুল শিকদার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। যদিও এ বিষয়ে অফিশিয়ালি কোনো বিবৃতি মেলেনি এখনও।

অন্যদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মুহম্মদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

ইসরাত

×