ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

প্রকাশিত: ০৯:৩৯, ৩ ডিসেম্বর ২০২৪

চিন্ময় দাসের জামিন শুনানি আজ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হবে আজ

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এই শুনানি হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানহর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান।

শুনানির তারিখ বুধ ও বৃহস্পতিবার থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই জামিন শুনানি হয়নি। তাই রবিবার আদালত  শুনানির নতুন তারিখ ঘোষণা করেন।

এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগরের হাকিম আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। এরপর থেকে এই ইসকন নেতা চট্টগ্রাম কারাগারেই রয়েছেন।

আশিকুর রহমান

×