ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

হাসিনার নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

প্রকাশিত: ১৬:০৬, ২৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:০৭, ২৯ নভেম্বর ২০২৪

হাসিনার নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

বদিউল আলম মজুমদার।

বিগত সরকারের শেষ তিন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মচারী দের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছেন। আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসানোর জন্য কর্মকর্তা-কর্মচারীর তালিকা তৈরি করছে সরকার। নির্বাচনে যারা কাজ করেছিলেন তাদের তালিকা সুষ্ঠুভাবে করতে বলা হয়েছে।

কেউ যেন অন্যায়ের  শিকার না হয় সেজন্য সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন। 

সাক্ষাৎকারে তিনি বলেন কেউ কেউ দাবি করেছেন বিগত সরকারকে তারা টিকিয়ে রাখতে সাহায্য করেছিলেন এটা তো তাদের কাজ নয় এটা প্রজাতন্ত্রের অধিকার, তারা যদি কোন দল বা স্বার্থের জন্য কাজ করে থাকেন তাদের আচরণবিধি লংঘন করেছে্‌ এবং কোন কোন ক্ষেত্রে অপরাধ করেছেন।

এই অপরাধের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কমিশন বলেন এখানে দুই থেকে সাত বছর অথবা দুই থেকে ছয় বছর কারাদণ্ড এবং আর্থিক দন্ডের কথা বলা আছে।এদেরকে এ ধরনের শাস্তি দেয়া যেতে পারে।

তিনি আরো বলেন যাদের তালিকা করা হচ্ছে তাদের সকলেই যে এই অপরাধের সাথে জড়িত তাও বলা যাচ্ছে না। কাজেই তালিকা করার পরেও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার যাতে হয় তাদের মধ্য থেকে কেউ যেন অন্যায়ের স্বীকার না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

আর কে

×