ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

জাপা নেতার বক্তব্য ফ্যাসিস্ট পুনরুত্থানের ইঙ্গিত!

প্রকাশিত: ১৩:৪০, ৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:৫১, ৯ নভেম্বর ২০২৪

জাপা নেতার বক্তব্য ফ্যাসিস্ট পুনরুত্থানের  ইঙ্গিত!

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা সমাবেশে আশা জনগণকে উদ্দেশ্য করে বলেন,জাতীয় পার্টি পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি।

 

 

 

জাতীয় পার্টিকে ষড়যন্ত্রকারীদের সাবধান করে দিয়ে বলেন, কত সাবান এলো গেল তিব্বত সাবান রয়ে গেল।

রাজপথে থেকেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে উল্লেখ করে বলেন জাতীয় পার্টি এত ছোট দল নয়, ৪২ বছরের দল, ৯ বছর সফলতার সঙ্গে এ দেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে এ দেশের মাটিতে কোনো প্রকার নির্বাচন হতে দেওয়া হবে না। 

মূলত তার এই তিব্বত সাবানকে উল্লেখ করে দেওয়া বক্তব্যের পরই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।চায়ের কাপ থেকে শুরু করে সর্বত্র চাউর হচ্ছে বিষয়টি।

জাপা নেতার এ বক্তব্যের মাধ্যমে তিনি কি বুঝাতে চাচ্ছেন তা জানতে চাচ্ছেন নেটিজেন থেকে শুরু করে অনেকেই।তারা মনে করছেন তার এই বক্তব্যের মাধ্যমে তিনি কি ফ্যাসিস্টদের পুনরুত্থানেরই কি ইঙ্গিত দিচ্ছেন?

অনেক আগে থেকেই বাংলাদেশের মানুষ ব্যাবহার করে আসছে তিব্বত সাবান।তিব্বত সাবানের সাথেও জড়িয়ে আছে অনেক ঘটনাবহুল ঘটনা।শেখ মুজিবকে দাফনের আগে গোসলের জন্য ব্যাবহার করা হয়েছিল এই তিব্বত সাবান।আওয়ামী ভক্ত অনেক নেতাকর্মী ও তারপর থেকে মৃত্যু পর্যন্ত ব্যাবহার করেছেন এই সাবান।তাছাড়া বাংলাদেশে অনেক ব্যান্ডের সাবানের সাথে পাল্লা দিয়ে এখনো চলছে তিব্বত সাবান।

কিন্তু জাপা নেতার এই বক্তব্যে জাপা বিরোধী ছাত্র জনতার অনেকেই মনে করছেন স্বৈরাচার হাসিনা দীর্ঘ  ১৫ বছর অবৈধভাবে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন।আর তাদের বিরোধীদল হিসাবে সবসময় ফ্যাসিস্টদের সহযোগিতা করে গেছেন।তাই তার এই বক্তব্যকে তারা  দেখছেন বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুথান হিসেবে।

তারা আরো মনে করছেন ষড়যন্ত্রকারী বলতে জাপা নেতা কাদের বুঝিয়েছেন? কারণ কয়েকদিন আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত বলেছিলেন এবার জাপাকে উৎখাত করা হবে।ছাত্র জনতা মনে করছেন যদি সত্যিই তিনি ছাত্র জনতাকে ষড়যন্ত্রকারী উল্লেখ করে থাকেন তাহলে ছাত্র জনতাই জাপাকে সেটির জবাব দিবে।

অবশ্য এ বক্তব্যের বিষয়ে জাপা নেতা বা জাপা থেকে এখনো স্পষ্ট করে কিছু বলা হয় নি।

ফুয়াদ

×