ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

আবার শেখ হাসিনার অডিও ফাঁস!

প্রকাশিত: ০৪:২৫, ৯ নভেম্বর ২০২৪

আবার শেখ হাসিনার অডিও ফাঁস!

শেখ হাসিনা

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করার পর থেকে ভারতেই আছেন হাসিনা।

 সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ক্ষমতায় আশার দ্বিতীয় দিনের মাথায়  ফাঁস হলো শেখ হাসিনার আরেকটি অডিও কল । এবার অডিওর অপর প্রান্তে কে ছিল তা অবশ্য এখনো নিশ্চিত হওয়া না গেলেও অডিও কলে ট্রাম্পের ছবি নিয়ে মিছিলের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা! ১ মিনিট ৫৩ সেকেন্ডের সেই আডিও কলটি জনকন্ঠের পাঠকদের জন্য   তুলে ধরা হল-

নেতাকর্মীদের ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাসিনা :  ওরা যদি হামলা করে ট্রাম্পেরে ছবির ওপরতো হামলা করবে,ওই ছবি আবার ধরে রাখবা।তখন আমি এটা ট্রাম্পের কাছে এটা পাঠাই দিব,আমার সাথেতো ট্রাম্পের লিংক আছে যোগাযোগ আছে।
অপর ব্যাক্তি: আমরাতো ব্যানার করছি,আপনার ছবি দিয়ে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তাহলে এটা আবার নতুন করে করি।
হাসিনা: হাতে শুধু মাত্র একটা স্টিকয়ে ট্রাম্প এর ছবি থাকবে।
অপর ব্যাক্তি : জ্বি আপু হয়ে যাবে। আমরা হাতে করে মিছিল করি যেটা দিয়ে আপনার ছবি থাকে বঙ্গবন্ধুর ছবি থাকে।
হাসিনা:  যদি বাঁধা দেয় তাহলে ট্রাম্পের ছবির  ওপর যদি কোন কিছু করে তবে ওই ছবি আগে তুলে রাখার ব্যাবস্থা করবে।
অপর ব্যাক্তি:  জ্বি
হাসিনা: তখন এটা ট্রাম্পকে পাঠাই দেওয়া যাবে কি করছে দেখ?
অপর ব্যাক্তি : জ্বি আফা জ্বি
হাসিনা: সামনে পাশে সবার হাতে একটা একটা ট্রাম্পের ছবি থাকবে।
অপর ব্যাক্তি:  জ্বি আফা জ্বি
হাসিনা: আয় বাধা দে,যখন মিছিলে বাঁধা দিবে তার জন্য আলাদা লোক রাখবে ছবি উঠানোর জন্য।
অপর ব্যাক্তি: জ্বি আফা ক্যামেরা আলাদা করে মিছিল করব।ক্যামেরা আলাদা করে সেট করে রাখলাম।
হাসিনা: হ্যাঁ
হাসিনা: তাহলে সে ছবি গুলা আমরা পাঠাই দিবা।ঠিক আছে
অপর ব্যাক্তি: ঠিক আছে আফা জ্বি ইনশাল্লাহ
হাসিনা: নুর হোসেনের ছবিটা ছাড়বে গণতন্ত্র মুক্তি পাক,স্বৈরাচার নিপাত যাক।
অপর ব্যাক্তি: জ্বি আফা
অবশ্য অডিও কলের বিষয়ে ফ্যাক্ট রিউমর স্ক্যানার এখনো কিছু জানায় নি।

ইসরাত

×