ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

আমুর আইনজীবীকে অন্য আইনজীবীদের পিটুনি !

প্রকাশিত: ১৪:১৯, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:২৮, ৭ নভেম্বর ২০২৪

আমুর আইনজীবীকে অন্য আইনজীবীদের পিটুনি !

ছবি: সংগৃহীত

আদালতে অন্য আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। শুনানির একপর্যায়ে আমুর আইনজীবীকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী।

আজ বেলা সাড়ে ১১টার দিকে আমুকে আদালত প্রাঙ্গণে আনা হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতের এজলাসে তোলা হয়।

এদিকে ভুক্তভোগী আইনজীবী স্বপন রায় চৌধুরী বলেন, আদালত চলাকালে আমাকে মারধর করে আদালত থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আদালত কোনো ব্যবস্থা নেয়নি। এখানে কোনো ন্যায়বিচার নেই। আমি বিচার চাই।

টুম্পা

×