ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাকায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনব:নুর

প্রকাশিত: ২১:৩১, ২ নভেম্বর ২০২৪

ঢাকায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনব:নুর

নোয়াখালীতে গণঅধিকার পরিষদের সমাবেশে দলটির কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার আগের এ ঘটনায় ফ্যাসিবাদের দোসরদের হাত রয়েছে মন্তব্য করে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।

 

 

 

 

৫টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় হ্যান্ডমাইকে বক্তব্য দেওয়া শুরু করেন নুর। পাঁচ মিনিট পর ৫টা ২০ মিনিটের দিকে বিদ্যুৎ সংযোগ সচল হলে পুনরায় মাইকে বক্তব্য দেওয়া শুরু করেন তিনি।

 

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তাৎক্ষণিক মঞ্চে থাকা নেতারা ও সমাবেশস্থলে উপস্থিত লোকজন ক্ষুদ্ধ হয়ে ওঠে। মঞ্চে থাকা এক নেতা ভিপি নুরকে বলেন, ‘এটা ভিআইপি লাইন, এটাতে কারেন্ট (বিদ্যুৎ) যায় না। কারেন্ট গেলে ৩০ সেকেন্ড থাকে।’ এক পর্যায়ে ওই নেতাকে মুঠোফোনে একজনকে বলতে শুনা যায়, ‘ফিরোজ ভাই, আমরা চিঠি দিছি। আমাদের কারেন্ট সবসময় ছিল, ভিপি উঠার সঙ্গে সঙ্গে আপনার বিভাগ বিদুৎ নিয়ে গেছে। এটা পরিকল্পিত।’ এরইমধ্যে বিদ্যুৎ চলে আসে।

বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘গণঅধিকার পরিষদের নোয়াখালীতে একটা ঐতিহাসিক সমাবেশ চলছে। সেই সময়ে এই বিদ্যুতের লাইন চলে যাওয়া স্পষ্টতই পরিকল্পিত একটা ঘটনা বলে আমরা মনে করি। আমাদের নেতৃবৃন্দকে বলব বিদ্যুৎ কর্তৃপক্ষকে এই ঘটনার জন্য জবাবদিহি নিশ্চিত করান– তারা কোন নব্য ফ্যাসিবাদের দোসর সেটি চিহ্নিত করতে হবে। তারা কাদের সুযোগ দেওয়ার জন্য কিংবা গণাধিকার পরিষদের এই সমাবেশকে পণ্ড করার জন্য এই বিদ্যুতের লাইন বন্ধ করেছে– সেটি খতিয়ে দেখতে হবে। আমরা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে এজন্য ঢাকায় গিয়ে জবাবদিহিতার আওতায় আনব।’

ফুয়াদ

×