ড. মুহাম্মদ ইউনূস
গণঅভ্যুত্থানের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন শেখ হাসিনা। তার আকস্মিক পদত্যাগের ফলে বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়, তা পূরণ ও নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে বেছে নেন শিক্ষার্থীরা।
তাই তো হাসিনা সরকার পতনের পরপরই প্যারিসে অবস্থানরত ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ড. ইউনূসকে ফোন দেন তারা। জানান, তাকে তাদের প্রয়োজন। শিক্ষার্থীদের এই অনুরোধ ফেলতে পারেননি ড. ইউনূসও। সিদ্ধান্ত নেন যা কিছু করা দরকার, তা তিনি করবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের নতুন নেতার অবস্থান স্পষ্ট: এটি তার বিপ্লব ছিল না এবং এটি তার স্বপ্ন ছিল না। তবে গত সপ্তাহে তাকে যখন শিক্ষার্থীরা ফোন করলেন তখন ড. ইউনূস জানতেন, যা কিছু প্রয়োজন, তা তিনি করবেন।
তারপর শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনার আকস্মিক পদত্যাগের ফলে বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেয়ার জন্য ড. ইউনূসকে তাদের প্রয়োজন। শিক্ষার্থীদের এই অনুরোধে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তিনি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজের কার্যালয়ে কয়েকজন নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত ব্রিফিংয়ে ড. ইউনূস বলেন, আমি এটা করছি। কারণ দেশের তরুণরা এটাই চেয়েছিল। আমি তাদের এটি করতে সাহায্য করতে চেয়েছিলাম।
তিনি বলেন, এটা আমার স্বপ্ন নয়, এটা তাদের স্বপ্ন। তাই আমি তাদের এই স্বপ্ন সত্যি করতে সহায়তা করছি।
গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন।
এবি