ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

স্বাক্ষরকারী কর্মকর্তা বরখাস্ত

ধর্ম মন্ত্রণালয়ের ১২ আগস্টের ৯৭২ স্মারক পত্র বাতিল 

প্রকাশিত: ১৫:২২, ১৩ আগস্ট ২০২৪

ধর্ম মন্ত্রণালয়ের ১২ আগস্টের ৯৭২ স্মারক পত্র বাতিল 

ধর্ম মন্ত্রণালয়

ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ৯৭২ স্মারকে 'কোটা বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে  জারিকৃত পত্রটি গত সোমবার বাতিল করা হয়েছে। 

এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম গত (সোমবার) ১৬.০০.০০০০.০০১.৩০.০১৩.৯৮(অংশ-১).৯৭৩ নম্বর স্মারকমূলে ‘জারিকৃত পত্রটি বাতিলকরণ’ শিরোনামে এ সংক্রান্ত পত্রটি জারি করেন।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকে জারিকৃত পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করায় পত্র স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

উল্লেখ্য যে, প্রশাসন-১ শাখা হতে ৯৭২ স্মারকমূলে জারিকৃত পত্রটি হাইকোট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের ০১ আগস্ট ২০২৪ তারিখের ‘কমিশন/তদন্ত/০১/২০২৪-০৬’ নম্বর স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে স্বাক্ষরকারী কর্মকর্তা জারি করেছিলেন।

তাসমিম

×