অন্তর্বর্তীকালীন সরকার
বৃহস্পতিবার ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। বেলা ২টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দেশে ফিরে বিমানবন্দরেই সাংবাদিক সম্মেলন করেন তিনি। সম্মেলনে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দেশবাসী আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারও ওপর কোনো হামলা হবে না।’
ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্ভাব্য অন্তর্বর্তীকালীন সরকার
প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. ওয়াহিদ উদ্দিন মাহমুদ
৫. হাসান আরিফ
৬. তৌহিদ হোসেন
৭. সৈয়দা রেজওয়ানা হাসান
৮. মো. নাহিদ ইসলাম
৯. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
১০. জেনারেল মাহফুজ
১১. গৌতম দেওয়ান (ক্ষুদ্র নৃগোষ্ঠী)
১২. ব্যারিস্টার সারা হোসেন
১৩. ধীরাজ মালাকার (মুক্তিযোদ্ধা + সংখ্যালঘু)
১৪. আ.ফ.ম খালিদ হাসান (আলেম সমাজের প্রতিনিধি)
শহিদ